একটি (siliguri) সোনার দোকানে জুন মাসের বাইশ তারিখ ঘটে ডাকাতির ঘটনা। জানা যায় ডাকাতরা ঐ দোকান থেকে কুড়ি কোটি টাকার গহনা ডাকাতি করে পালিয়ে যায়। তদন্তে নেমে শিলিগুড়ি পুলিশ ডাকাতির পির দিন দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তারপির আরেক ডাকাতকে বিহার থেকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে আসা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একটি দল সোমবার উত্তরপ্রদেশ থেকে আরো তিন ডাকাতকে গ্রেপ্তার করে ট্রাঞ্জিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসে। জানা গেছে এই দলে এক জন মহিলা আছে। ধৃতদের নাম কমলেশ দেবী,শ্যাম সিং ও সুমিত কুমার। আরও কয়েকজন দুষ্কৃতি পলাতক, তাদের খোঁজে তল্লাশী অভিযান জারী রেখেছে পুলিশ।
siliguri: শিলিগুড়িতে সোনার দোকানে কুড়ি কোটি টাকার গহনা লুট কান্ডে ভিন রাজ্য থেকে তিন দুষ্কৃতি গ্রেপ্তার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি