শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পাঁচদিন আগে শুরু হওয়া কমিশনার্স কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো মাল্লাগুড়ি পুলিশ লাইন মাঠে। চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় ফাঁসিদেওয়ার মতি স্পোর্টিং ক্লাব এবং রানার্স হয় নক্সালবাড়ির রথখোলা ফুটবল একাডেমি। বিজয়ী ও রানার্স দলকে ট্রফি এবং দুই দলের সকলকে সাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। অপরদিকে টুর্নামেন্টের সেরা, ম্যাচের সেরা, সেরা গোলকীপার ও সর্বোচ্চ গোলদাতাদের ট্রফি এবং বত্রিশ ইঞ্চি এল ই ডি টিভি দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন শ্রী অজয় কুমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ নর্থ বেঙ্গল, শ্রী অখিলেশ চতুর্বেদী পুলিশ কমিশনার শিলিগুড়ি সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।
Commissioner’s Cup Women Siliguri: শেষ হলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত কমিশনার্স কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper