শিলিগুড়ি পৌর নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লীতে চলতি মাসের আঠারো তারিখ রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় আটচল্লিশটি পরিবার। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ হাজার টাকা করে জরুরীকালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র রিলিফ ফান্ড থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুপুরের খাবার দিয়ে সহায়তা করেছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই। অপরদিকে শিলিগুড়ি মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিটি পরিবারকে দুটো করে কম্বল ও একটি করে ডিনার সেট দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মেয়র গৌতম দেব আরও জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দশজন ছাত্র শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে পাঠরত। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ঐ ছাত্রদের স্কুল পোশাক, জুতো, স্কুল ব্যাগ, পাঠ্যবই সহ কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। মেয়রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Siliguri: আগুনে ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি পরিবারকে জরুরি কালীন আর্থিক সহায়তা দিল শিলিগুড়ি পৌর নিগম
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper