বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

siliguri: উদ্ধার তিন লক্ষ টাকার কাঠ, গ্রেপ্তার চার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: উদ্ধার তিন লক্ষ টাকার কাঠ, গ্রেপ্তার চার বন দপ্তরের (siliguri)বাগডোগরা রেঞ্জের কর্মীরা গোপন সুত্রে খবর পেয়ে রবিবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ছোট চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় তিন লক্ষ টাকা মূল্যের কাঠ। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা চার ব্যক্তিকে। এদের নাম সঞ্জিত রাই, সুরত বর্মন, সবুজ বর্মন, প্রকাশ বর্মন। বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান এই মরশুমে বুনো হাতিদের লোকালয়ে চলে আসার প্রবনতা বেড়ে যাওয়ায় বন কর্মীরা বুনো হাতিদের উপির নজরদারি চালাতে ব্যস্ত থাকেন। এই সুযোগে কাঠ পাচারকারীরা রাতের অন্ধকারে জঙ্গল থেকে কাঠ কেটে মাটিগাড়া এলাকায় আসবাবপত্রের দোকানগুলিতে কম দামে কাঠ বিক্রি করে। ধৃত চারজন এভাবেই কাঠ কেটে রবিবার মাটিগাড়ায় আসবাবপত্রের দোকানে বিক্রি করতে এসে ধরা পড়ে যায়। উদ্ধার করা কাঠ সহ গাড়িটি বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে আইনী ধারায় মামলা দায়ের করে বন কর্মীরা তাদের আদালতে পেশ করার প্রস্তুতি নিয়েছে। এই চক্রের অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছেন বন কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।