শিলিগুড়ির (siliguri) কাওয়াখালি বিশ্ব বাংলা শিল্পী হাটে বৃহস্পতিবার আয়োজিত হয় উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন। (siliguri) রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং উত্তরবঙ্গের জেলাগুলির বাণিজ্যিক প্রতিষ্ঠান ও উদ্যোগপতিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
জানা গেছে সম্মেলন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে। প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পগুলির বেশীরভাগ আগামী এক থেকে দুই বছরের মধ্যেই বাস্তবায়িত হবে বলে জানান প্রস্তাবক উদ্যোগপতি গন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে কি কি কাজ করেছে এবং ভবিষ্যতে কি কি কাজ করবে সেসব বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়। সম্মেলন শেষে মুখ্য সচিব সাংবাদিক সম্মেলনে বলেন বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের শিল্প ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। এই পরিকল্পনা গ্রহনের জন্যই বর্তমানে উত্তরবঙ্গ শিল্প সংস্কৃতির ক্ষেত্রে উন্নতির পথে এগিয়ে চলেছে। উত্তরবঙ্গে শিল্পের উন্নয়নের জন্য সরকার সব রকমের সহযোগিতা উদ্যোগপতিদের করবে বলেও তিনি আশ্বাস দেন।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper