মঙ্গলবার কাউন্টিং। (siliguri) শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে স্ট্রং রুম সিসি ক্যামেরার ঘেরাটোপে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদাড়িতে করা নিরাপত্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার ভোটের কাউন্টিং এর জন্য প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে। বিভিন্ন পোলে পোলে মাইক সহ প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায় প্রস্তুতি চলছে। অবজারভার, জেলাশাসক ও পুলিশ সুপার বিভিন্ন আধিকারিকরা মাঝেমধ্যে স্টং রুম পরিবর্শন করছেন। পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও।
siliguri: ভোটের কাউন্টিং এর জন্য প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে
রিপোর্ট : ঋত্বিক ভট্টাচার্য্য , এই যুগ, শিলিগুড়ি