বন দপ্তরের কার্শিয়াং বিভাগের ঘোষপুকুর রেঞ্জের কর্মীরা রবিবার রাতে অভিযান চালিয়ে বানচাল করে দিলেন কয়েক কোটি টাকা মূল্যের সাপের বিষ পাচারের ছক। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় রবিবার রাতে অভিযান চালান বন কর্মীরা। এক মোটরবাইক চালককে ধাওয়া করে ধরেন বনকর্মীরা। তারপর মোটরবাইকে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশী চালাতেই বেরিয়ে আসে আড়াই কেজি ওজনের একটি কাঁচের জার। এই জারের মধ্যেই রাখা ছিল চিনির দানার মতো কৃষ্টাল আকারে সংরক্ষিত সাপের বিষ। বন দপ্তর সূত্রে খবর এই সাপের বিষ ফ্রান্সে প্রক্রিয়াকরন করে কাঁচের জারে সংরক্ষন করা হয়। তারপর আসে বাংলাদেশে, সেখান থেকে পাচারকারীদের মাধ্যমে পাচার হয় নেপালে। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে বন দপ্তর। বাইকটি বাজেয়াপ্ত করে আটক করা হয়েছে বাইক চালককে। আটক ব্যক্তির নাম সারাফত, বাড়ি উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের মিলিক হারান গ্রামে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর বন কর্মীরা নিশ্চিত হন যে পাচারের উদ্দ্যেশ্যেই এই বিষ নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য এর আগেও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বুলেটপ্রুফ কাঁচের জারে এধরণের সাপের বিষ উদ্ধার হয়েছে। জারের গায়ে লেখা আছে মেড ইন ফ্রান্স। অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রান আইনে মামলা দায়ের করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের বাকীদের খোঁজ শুরু করেছে বন দপ্তর।
Snake venom: কয়েক কোটি টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper