বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Howrah Ganga: স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক কিশোর হাওড়ায়

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah Ganga: স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো এক কিশোর হাওড়ায়গঙ্গায় স্নান করতে (Howrah) গিয়ে তলিয়ে গেলো এক কিশোর। (Howrah) শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। জানা গিয়েছে শিবপুর থানা এলাকার অতন্দ্র মুখার্জি লেনের বাসিন্দা শাবির আলী নামে বছর ১৭ ওই কিশোর তার তিন বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে। আচমকা জলের টানে ডুবে যায় সে ও তার এক বন্ধু সাবাজ আলী(১৭) । চিৎকার শুনে তাদের উদ্ধার করতে গঙ্গায় ঝাপায় স্থানীয়রা । সাবাজকে উদ্ধার করা গেলেও এখনো খোঁজ পাওয়া যায় নি শাবির আলীর । ইতিমধ্যেই ঘটনা স্থলে এসে পৌঁছেছে শিবপুর থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে ঘাটে যদি নিরাপত্তা রক্ষী থাকত তাহলে এই ঘটনা ঘটতো না বলে দাবি স্থানীয়দের ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।