Breaking News

Pradip Mukherjee: চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’এর সোমনাথ, শোকের ছায়া টলিপাড়ায়

Pradip Mukherjee: চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’এর সোমনাথ, শোকের ছায়া টলিপাড়ায়বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে দুঃসংবাদ। নিঃশব্দেই চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘জনঅরণ্য’ খ্যাত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। ভর্তি ছিলেন হাসপাতালে। সোমবার সকাল ৮টা নাগাদ ভেন্টিলেশনে-ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়াণ এই অভিনেতা। প্রদীপ মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া সিনেমা মহলে।বিগত কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রক্তে বিষক্রিয়ার মতো রোগে আক্রান্ত হন প্রদীপবাবু। রবিবারই ভেন্টিলেশনে দেওয়া হয় অভিনেতাকে। রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে যায়। পাশাপাশি ফুসফুসেও সংক্রমণ ছড়ায়। উপরন্তু নিউমোনিয়ায়ও ধরা পড়েছিল প্রদীপ মুখোপাধ্যায়ের।সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জনঅরণ্য’ সিনেমা তে অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়। বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে ‘দূরত্ব’, এমনকী ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। তাঁর ফিল্মি কেরিয়ার সমৃদ্ধ বিখ্যাত সিনেমা দিয়ে। তবুও কালের নিয়মে বর্তমানে লাইমলাইট থেকে অনেক দূরে ছিলেন অভিনেতা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল দেবালয় ভট্টাচার্যের ড্রাকুলা স্যর ছবিতে।প্রসঙ্গত, ১৯৭৪ সালে সত্যজিৎ রায়ের সঙ্গে আলাপ হয়। এরপরই মাণিকবাবুর পরিচালনায় জনঅরণ্যতে অভিনয় করার প্রস্তাব আসে। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে রাজ চক্রবর্তীর ছবিতেও অভিনয় করেছেন তিনি। তিনি দর্শকদের ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘পুরুষত্তোম’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মতো বহু ভাল সিনেমা উপহার দিয়েছেন । অভিনয়ের পাশাপাশি ল’ প্র্যাকটিস করতেন। এই প্রখ্যাত অভিনেতার মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।