বলিউডের (Sonakshi Sinha) সিনেমাতে খুব একটা সুবিধা করতে পারেননি তবে সোনাক্ষী সিনহা ওয়েবর জগতে সুযোগ পেয়ে দেখিয়ে দিয়েছেন , তিনি জাত অভিনেত্রী। (Sonakshi Sinha) এই যেমন, বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে রীতিমতো নজর কেড়ে নিয়েছেন তিনি। ‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে এখন খবর, সোনাক্ষীর বিয়ে নিয়ে।
নিজের প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী । তবে বলিউডে জোড় গুঞ্জন সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের খবরে । সম্প্রতি সলমন খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। জুটি কে একসাথে দেখে প্রশ্ন উঠেছে জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী।সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল হঠাৎ সোনাক্ষীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, ”কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” বুদ্ধি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী।তবে সূত্রের খবর সোনাক্ষীর বিয়ের ফুল ফুটলো বলে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper