শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

rally: সশস্ত্র সীমা বলের উদ্যোগে ড্রাগের বিরুদ্ধে র‍্যালি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, বানারহাট

rally: সশস্ত্র সীমা বলের উদ্যোগে ড্রাগের বিরুদ্ধে র‍্যালিভারত ভূটান সীমান্তের (rally)বানারহাট ব্লকের চামুর্চিতে সোমবার একটি র‍্যালি আয়োজিত হয় সশস্ত্র সীমা বলের সতেরো নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে। সশস্ত্র সীমা বলের পক্ষ থেকে জানানো হয় ভারত ভূটান সীমান্তের লাগোয়া এলাকাগুলিতে ও ভূটানে ড্রাগ সরবরাহ এবং ড্রাগের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এলাকাবাসীকে সচেতন করে ড্রাগের বিরুদ্ধে লড়াইয়ে সামিল করার লক্ষ্যেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার যুব সমাজসেবী সন্দীপ ছেত্রী, সশস্ত্র সীমা বলের আধিকারিকগন, জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকগন সহ বানারহাট থানার আই সি, ভূটানের এ ডি এম ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।