Breaking News

kunal ghosh: শুদ্ধিকরণ হলে সকলের হোক ,দাবি কুনালের

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা

kunal ghosh: শুদ্ধিকরণ হলে সকলের হোক ,দাবি কুনালেরআজ মহাসপ্তমী। গোটা রাজ্যে (kunal ghosh) এখন উৎসবের আমেজ। রাস্তায় ঢল নেমেছে মানুষজনের। (kunal ghosh)এখন এই উৎসবের মধ্যেই চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। এই আবহে ডাক্তারদের বিরুদ্ধে নানা তথ্য তুলে ধরে খড়্গহস্ত হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।এখানে সরাসরি কোনও জুনিয়র ডাক্তারদের কথা বলা আছে সেটা নয়। বরং সিনিয়র ডাক্তারদের নিশানা করেছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্দেশে একাধিক পয়েন্ট তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ।অনোশনের পলে চিকিৎসকরাও অসুস্থ হয়ে পড়েছেন। টানা অনশনের জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এখন সাতজন অনশন চালাচ্ছেন। এই আবহে কুণাল ঘোষ নিশানা করেছেন যাঁরা গণইস্তফা দিয়েছিলেন সেইসব চিকিৎসকদের। ভিতরের অনেক কথা এবার তিনি বাইরে নিয়ে এলেন। যা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। ডাক্তাররা যে ধোয়া তুলসি পাতা নন সেটা তুলে ধরেছেন কুণাল ঘোষ।এমনকী যাঁরা গণইস্তফা দিয়েছিলেন তাঁরা যেন ব্যক্তিগতভাবে ইস্তফা দেন সেটা বলতে বলা হয়েছে। আর তা দিলেই যেন রাজ্য সরকার সেসব গ্রহণ করেন সেই অনুরোধও করেছেন কুণাল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।