Breaking News

নতুন প্রজন্মকে তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করতে হবে বললেন সুকান্ত মজুমদার

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Sukanta majumdar: নতুন প্রজন্মকে তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করতে হবে বললেন সুকান্ত মজুমদার sukanta-majumdar-said-that-the-new-generation-should-do-bullying-for-trinamool-howrah-india-eiyugতৃণমূল সরকার থাকলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার । নতুন প্রজন্মকে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যেতে হবে। নতুবা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করতে হবে। শুক্রবার বিকেলে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বললেন, ভোটের প্রচারে গুজরাটের গন্ডলে গিয়ে দেখলাম ওখানকার কুলিদের দৈনিক মজুরি এক হাজার টাকা। গ্রামীন অঞ্চলে লোডশেডিং হয় না। রাস্তাঘাট, পানীয় জলের পরিষেবা অনেক উন্নত। গুজরাট বাংলা থেকে ৩০ বছর এগিয়ে গিয়েছে। এদিন সুকান্ত মজুমদারের মুখে ফের ডিসেম্বর তত্ত্ব। সুকান্তের কথায়, ডিসেম্বর এসেছে। সরকার কাঁপছে। খেলা হবে নিয়ে সুকান্তের কটাক্ষ, একপক্ষ খেলা হবে না। দুপক্ষের ভয়ঙ্কর খেলা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, বোমাবাজি, খুন, লুঠ, মাদকদ্রব্যের ব্যবসা এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীর ওপর হামলার প্রতিবাদে এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ব্যারাকপুর রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে চিড়িয়া মোড় গিয়ে মিছিল শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা সংঘটিত হয়। সভা শেষে সাতজনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারেটের কাছে ডেপুটেশন জমা দেয়। এদিনের কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়াও কমিশনারেট কার্যালয় ঘেরাও অভিযানে হাজির ছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক সন্দীপ ব্যানার্জি, নবদ্বীপ জোনের ইনচার্জ অমিতাভ রায়, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃত্বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।