শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

sundarban: সুন্দরবনে প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে সপ্তাহে সাত দিন পঞ্চায়েত খুলে পরিষেবা দিচ্ছেন প্রধান

রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা

অভিনব উদ্যোগ মহিলা প্রধানের ছুটির দিন শনিও রবিবারে (sundarban)পঞ্চায়েত খোলা থাকছে মানুষের পরিষেবা দেয়ার জন্য,এখন থেকে শনি রবি ও ছুটির দিনেও খোলা থাকবে গ্রাম পঞ্চায়েত অফিস সিদ্ধান্ত প্রধানের।(sundarban) উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এলাকার বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে এবার থেকে শনি, রবিবার ও অন্যান্য ছুটির দিনেও গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান মালবিকা রায় মান্না।(sundarban) নিজের পরিবারের কথা মাথায় না রেখে নেই আদর্শ সততার মধ্য দিয়ে পঞ্চায়েতে নবনির্বাচিত প্রধান মানুষের পরিষেবা দেয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। শপথ নেয়ার সময় তিনি কথা দিয়েছিলেন মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর সেই কথা মাথায় রেখে তার এই উদ্যোগ।sundarban: সুন্দরবনে প্রান্তিক মানুষের কথা মাথায় রেখে সপ্তাহে সাত দিন পঞ্চায়েত খুলে পরিষেবা দিচ্ছেন প্রধান

প্রধানের এই সিদ্ধান্তে খুশি এলাকার সরকারি, বেসরকারি অফিসের কর্মীরা ও সাধারণ মানুষ
এলাকার সরকারি বেসরকারি কর্মীদের পাশাপাশি দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের অনেকেই কর্মসূত্রে এলাকার থাকেন । যারা এলাকায় থাকেন তারা সারা সপ্তাহ ধরে অফিসে যাওয়া আসা করেন। কিন্তু যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের পঞ্চায়েতে নানান প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হলে একদিন অফিস ছুটি করে পঞ্চায়েতে এসে নথি সংগ্রহ করতে হয়। কখনো কখনো বেসরকারি ও সরকারি অফিসের কর্মীরা ছুটি পান না ফলে তারা চরম সমস্যায় পড়েন এবং তাদের প্রয়োজনীয় নথি সংগ্রহ না করতে পেরে অসুবিধার মধ্যে পড়েন। তাদের সেই অসুবিধার কথা মাথায় রেখে মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না নতুন নিয়ম চালু করলেন। এবার থেকে এই মোহনপুর পঞ্চায়েত শনি, রবিবার ও অন্যান্য ছুটির দিনেও খোলা থাকবে। একেবারে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত

অফিসে এসে এলাকার সরকারি ও বেসরকারি কর্মীরা সহ এলাকার অন্যান্য বাসিন্দারা তারা তাদের প্রয়োজনীয় নথি যেমন স্থায়ী। বাসিন্দার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ট্যাক্সের রশিদ সহ অন্যান্য প্রয়োজনীয় নথি তারা সংগ্রহ করতে পারবেন। এর ফলে সরকারি ও বেসরকারি কর্মীদের কাজের দিনে ছুটি করে আর পঞ্চায়েতে আসতে হবে না। একেবারেই তাদের ছুটির দিনেই পঞ্চায়েতে এসে তারা নথি সংগ্রহ করতে পারবেন।

গত দুই সপ্তাহ ধরে এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতে এই নিয়ম চালু করেছেন পঞ্চায়েত প্রধান। এই নিয়ম চালু করায় খুশি এলাকার সরকারি ও বেসরকারি কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষেরা। এই প্রসঙ্গে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না বলেন, বিশেষ করে এলাকার সরকারি ও বেসরকারি অফিসের কর্মীরা সারা সপ্তাহ বাইরে থাকেন। এর ফলে পঞ্চায়েতের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি তারা সংগ্রহ করতে পারেননা। শনিবার ও রবিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকে। সেক্ষেত্রে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। সেই সমস্যার কথা মাথায় এই সিদ্ধান্ত। আনুমানিক ১০ বছর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন মালবিকা রায় মান্না তখন থেকেই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু কাজ করেই চলেছেন আর এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্ব নেওয়ার পর একেবারে অভিনব সিদ্ধান্ত নিতেই এলাকায় রীতিমতো সারা ফেলে দিয়েছেন আগামী দিনেও তারা এভাবে সাধারণ মানুষের সমস্যার জন্য এগিয়ে আসবেন এমনটাই জানিয়েছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।