শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Suvendu Adhikari: লোটা কম্বল নিয়ে তিহারে যেতেই হবে – নলহাটির বিজেপির জনসভায় কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, বীরভূম

Suvendu Adhikari: লোটা কম্বল নিয়ে তিহারে যেতেই হবে - নলহাটির বিজেপির জনসভায় কটাক্ষ শুভেন্দু অধিকারীরপঞ্চায়েত নির্বাচনের আগেই ঘর গোছাতে বদ্ধপরিকর বিজেপি। যত দিন এগিয়ে আসছে ততোই বীরভূমের মাটিতে শক্তি বৃদ্ধি বিজেপির। বর্তমানে শাসকদলের বীরভূম শক্তি কেষ্ট জেলে , এই সুযোগটাই কাজে লাগাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার বীরভূমের নলহাটি তে বিজেপির জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে বিঁধলেন। প্রাকৃতিক খনিজসম্পদ থেকে আরম্ভ করে বীরভূমের মাটিতে বেআইনী টোল‌ আদায় সহ রাজ্যের টেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি তুলে ধরলেন । বীরভূমের মাটিতে যে‌ শাসকদল একাধিক দুর্নীতির সাথে যুক্ত, সেটাই তিনি বুঝিয়ে দিলেন জনসভা মঞ্চ থেকে। এদিন তিনি নাম না করে অনুব্রত কে কটাক্ষ করেন , তিনি বলেন – লোটা কম্বল নিয়ে তিহারে যেতেই হবে। Suvendu Adhikari: লোটা কম্বল নিয়ে তিহারে যেতেই হবে - নলহাটির বিজেপির জনসভায় কটাক্ষ শুভেন্দু অধিকারীরএছাড়াও এদিন তিনি বীরভূমের একাধিক শাসকদলের নেতৃত্ব সহ বিভিন্ন প্রশাসনিক দুর্নীতির অভিযোগে কটাক্ষ করেন । এছাড়াও এদিন কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়েও সরব হন তিনি । এদিনের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট‌ চট্টোপাধ্যায়। এদিন জনসভায় বীরভূম জেলার শাসকদলের নেতা ও একসময়ের কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব ওঝা বিজেপি তে যোগদান করেন । পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম গড়ে শুভেন্দুর জনসভায় বিপ্লব ওঝার বিজেপিতে যোগদান বীরভূমের মাটিতে শাসকদলকে যেমন অনেকটাই অস্বস্তিতে ফেলবে তেমনই বিজেপির মাটি অনেকটাই শক্ত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।