শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Suvendu Adhikari: ঋণে জর্জরিত রাজ্য সরকার কটাক্ষ শুভেন্দু অধিকারীর

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Suvendu Adhikari: ঋণে জর্জরিত রাজ্য সরকার কটাক্ষ শুভেন্দু অধিকারীর  
suvendu-adhikari-the-debt-ridden-state-government-is-sarcastic-by-suvendu-adhikari-west-bengal-bjp-india-ei-yugমেলা-খেলা করতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছে রাজ্য সরকার। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। অর্থনৈতিকভাবে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী ‘স্টিকার’ রাজনীতি করেন, এই অভিযোগ তুলে শুভেন্দু বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো রাজ্যের প্রকল্প বলে চালানো হচ্ছে। জলজীবন মিশন বদলে চালাচ্ছেন জলস্বপ্ন। কেন্দ্রীয় গ্রামীণ সড়ক যোজনা পরিবর্তন করে বাংলা গ্রামীন সড়ক যোজনা। এভাবেই কেন্দ্রের সমস্ত প্রকল্প বদলে রাজ্য চালানো হচ্ছে। শুভেন্দুর হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করলেই প্রতিবাদ জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।