বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার । লো-নেক পোশাকে যেন স্পষ্ট বেরিয়ে আসছে বক্ষ বিভাজিকা। সেক্সি ক্লিভেজের নেশায় বুঁদ হয়েছেন সাইবারবাসী। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকার এই লাস্যময়ী রূপ।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি হট রিল ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পুরোপুরি কালো রঙের পোশাকে নিজেকে মেলে ধরেছেন নায়িকা। কালো ফুল প্যান্ট, কালো ব্লেজার পরে সুপার বোল্ড অবতারে নায়িকা। বোতাম খোলা ব্লেজারে উঁকি মারছে হট ক্লিভেজ। অভিনেত্রীর বক্ষ-বিভাজিকায় চোখ আটকে রয়েছে ভক্তদের। ছোট ছোট কাটা চুল,কানের দুলে অভিনবত্ব এনেছেন নায়িকা। ওয়াইনের গ্লাস ডিজাইনের কানের দুলে সকলের নজর আটকে রয়েছে। ঝড়ের গতিতে এই রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবি দেখে লাইক ও কমেন্টের সংখ্যা বেড়ে চলেছে হু হু করে । আগুনের ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ছক ভাঙতে কতটা সিদ্ধহস্ত স্বস্তিকা, তা সকলেরই জানা, ফের তা হাতে কলমে প্রমাণ করে দিলেন টলিপাড়ার শ্রীমতী। সাহসী ছবি পোস্ট করে সৌন্দর্যের নয়া স্টেটমেন্ট দিলেন স্বস্তিকা। বরাবরই সাহসী অভিনেত্রীর তকমা রয়েছে তার,তবে এবার যেন অন্যরকম হট অবতারে নিজেকে মেলে ধরেছেন স্বস্তিকা। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই গলা চড়িয়ে গর্জে ওঠেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই তিনি যেন দাঁপিয়ে বেড়াচ্ছেন। বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। আজকের স্বস্তিকাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সুপারবোল্ড অবতারে ছবি শেয়ার করা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ সকলেই। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং অভিনেত্রী I
Tags Swastika Mukherjee
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper