
দুই দেশের কেউই (t20 world cup )এর আগে কোন ফরম্যাট এ বিশ্ব কাপ জয় পাইনি। দুই দেশের পুরুষ দল কিংবা মহিলা দল বিশ্বকাপ হাতের কাছে এসেও চলে গেছে । কখনো সেমিতে কখনো বা ফাইনালে উঠলেও বিশ্বকাপ জয় করতে পারেনি । সেই দুই দেশের মহিলা দল রবিবার সন্ধেতে মরু দেশের মাটিতে মুখোমুখি হয়েছিল। বিশ্বজয়ের স্বাদ আস্বাদনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এদিন দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানের ব্যবধানে পরাজিত করল নিউজিল্যান্ড।নিউজিল্যান্ডের হয়ে ম্যাচের নায়ক অ্যামেলিয়া কের। ব্যাটে ও বলে অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে দলকে ম্যাচ জেতান তিনি। ব্যাট হাতে নিজে গুরুত্বপূর্ণ ৪৩ রান করার পাশাপাশি বল হাতে ২৩ রানের বিনিময়ে এদিন তিনটি উইকেটও নেন তিনি। তাঁর সুবাদেই এই প্রথমবার টি২০ বিশ্বকাপ জয় নিউজিল্যান্ডের।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper