Breaking News

siliguri: ট্রাকের নীচে বসে সীমান্ত পেরোনোর সময় সীমান্ত রক্ষী বাহিনী আটক করলো বাংলাদেশী যুবককে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: ট্রাকের নীচে বসে সীমান্ত পেরোনোর সময় সীমান্ত রক্ষী বাহিনী আটক করলো বাংলাদেশী যুবককেট্রাকের নীচে বসে সীমান্ত (siliguri) পেরিয়ে ভারতে ঢোকার সময় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশী এক যুবক। জানা গেছে আটক যুবকের নাম জীবন রায়, বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়। উল্লেখ্য ভুটান থেকে পাথর নিয়ে বেশ কিছু ট্রাক ভারত হয়ে বাংলাদেশে যায়। মঙ্গলবার রাতে ভুটানের একটি ট্রাক বাংলাদেশে পাথর নামিয়ে ফিরে আসছিলো। ট্রাকটি শিলিগুড়ির অদুরে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে পৌঁছালে সীনান্ত রক্ষী বাহিনী ট্রাকটি তল্লাশী করার সময় ট্রাকের নীচে বসা জীবন রায়কে আটক করে। আটক করা হয় ভুটান নম্বরের ট্রাক ও তার চালককে।আটক চালকের নাম রঞ্জিত ওঁরাও। আটক বাংলাদেশী যুবক ও ট্রাক চালককে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। পুলিশ ধৃত দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে বুধবার দুজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে। যুবক কি উদ্দ্যেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।