শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Hooghly: তল্লাশি চালিয়ে ৪ কুইন্টাল নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে চন্ডীতলা থানার পুলিশ

রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী, এই যুগ, হুগলি

Hooghly: তল্লাশি চালিয়ে ৪ কুইন্টাল নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে চন্ডীতলা থানার পুলিশশারদ উৎসবের আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাল হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের চণ্ডীতলা থানা। উদ্ধার প্রায় ৪ কুইন্টাল অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনগত পদ্ধতি মেনে উদ্ধার হওয়া সমস্ত দ্রব্য গুলো নষ্ট করা হবে।গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার খরসরাই-বেগমপুর এলাকায় হানা দেয় চণ্ডীতলা থানার পুলিশ।এবং সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ, প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা হয়।বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে ২ কুইন্টাল অবৈধ বাজি, সোডা ৭৫ কেজি, গন্ধক ৬০কেজি, অ্যালুমিনিয়াম গুঁড়ো ২৫ কেজি, এবং বারুদ ১৫ কেজি রয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, সর্বমোট ৩.৭৫ কুইন্টাল অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার আইনগত পদ্ধতি মেনে এই দ্রব্যসামগ্রী গুলো নষ্ট করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।