Breaking News

tea garden: ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলে গেলো চা বাগান

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, নকশালবাড়ি

tea garden: ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলে গেলো চা বাগানচারদিন বন্ধ থাকার পর রবিবার থেকে (tea garden) খুলে গেলো নকশালবাড়ির আশাপুর চা বাগান। জানা গেছে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও সরকার পক্ষের সহকারি শ্রম কমিশনার এই তিন পক্ষের মধ্যে শনিবার শ্রম কমিশনারের দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রবিবার থেকে খুলে দেওয়া হয় চা বাগান। উল্লেখ্য পুজোর ছুটির পর চলতি মাসের পাঁচ তারিখ বাগান খোলে। সেই সময় শ্রমিকরা সাড়ে চার সপ্তাহের বকেয়া মজুরি প্রদানের দাবি জানায়। চা বাগান কর্তৃপক্ষ বকেয়া মজুরি প্রদানের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহন না করলেও শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে একটি ভুয়ো বার্তা যে মালিকপক্ষ বকেয়া মজুরি দিতে টালাবাহানা করছে। এই বার্তা ছড়িয়ে পড়তেই শ্রমিকরা দুদিন কাজ বন্ধ করে দেয়। কাজ বন্ধ হওয়ায় মালিকপক্ষ রাতের অন্ধকারে চা বাগানে সাসপেনসন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায়। বিপাকে পড়ে বাগানের সাড়ে চারশো শ্রমিক। ত্রিপাক্ষিক বৈঠকে স্থির হয় বকেয়া মজুরি মালিকপক্ষ দুটি কিস্তিতে মিটিয়ে দেবেন। এই শর্ত মেনে নেয় সব পক্ষ ও খুলে দেওয়া হয় বাগান৷ ম্যানেজার সৌরভ সেন জানান বকেয়া মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে কেউ ভুল বার্তা দিয়েছিলো কারন চা বাগান কর্তৃপক্ষের সাথে বকেয়া মজুরি প্রদানের বিষয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি। শ্রমিকরা ভুল বার্তার জেরে দুদিন কাজ বন্ধ রাখায় মালিকপক্ষ চা বাগান বন্ধের নোটিশ ঝুলিয়ে চা বাগান থেকে চলে যান। এদিন ফের চা বাগান চালু হওয়ায় খুশী শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।