Breaking News

TEAK Wood Jalpaiguri: বন দপ্তর ও পুলিশের অভিযানে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বন দপ্তর ও পুলিশের অভিযানে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ, গ্রেপ্তার একজলপাইগুড়ি ( Jalpaiguri )কোতোয়ালি থানার স্পেশ্যাল টাস্ক ফোর্স ও বন দপ্তরের যৌথ অভিযানে বৃহস্পতিবার জলপাইগুড়ির রানীনগর এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর একটি ট্রাক থেকে উদ্ধার হয় সাতান্নব্বইটি সেগুন কাঠের পাটা। বন দপ্তর সূত্রে জানা গেছে সেগুন কাঠ গুলি ট্রাকে করে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিলো। পাচারের আগেই পুলিশ ও বন দপ্তর গোপন সুত্রে খবর পেয়ে এশিয়ান হাই ওয়েতে অভিযান চালিয়ে পাচারের ছক ভেস্তে দেয়। TEAK Wood Jalpaiguri: বন দপ্তর ও পুলিশের অভিযানে উদ্ধার পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ, গ্রেপ্তার একট্রাক চালক কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও কাঠ বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন দপ্তর এবং পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। বাজেয়াপ্ত কাঠের আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বলে জানিয়েছে বন দপ্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।