শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Teesta River: তিস্তা নদীতে ভেসে উঠলো প্রচুর মৃত মাছ

রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি

Teesta River: তিস্তা নদীতে ভেসে উঠলো প্রচুর মৃত মাছময়নাগুড়ি ব্লকের (Teesta River) মরিচবাড়ি, ডাকাতের বাড়ি বিভিন্ন এলাকায় তিস্তা নদী তে বিষক্রিয়ার ফলে প্রচুর নদী আলী মাছ মারা পড়লো, যেমন বোরলি, বোয়াল, আড় সহ নানা প্রজাতির নদীয়ালী মাছ। মঙ্গলবার তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচ বাড়ি এলাকায় নদীতে মাছ মরে ভাসতে দেখেন স্থানীয়রা। বিষ তেল প্রয়োগের কারনেই এই বিষক্রিয়া বলে অনুমান। মনে করা হচ্ছে ভোর রাতে অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার জন্য অসাধু কিছু মৎস্যজীবী এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান। ঘটনাস্থলে মৎস্য দফতরের আধিকারিকরা।এলাকায় সচেতনতার প্রচারের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপের হুশিয়ারি।স্থানীয় এক বাসিন্দা তথা মৎস্যজীবী তিনি বলেন এইভাবে নদীতে বিষ মিশিয়ে মাছ ধরা কখনোই ঠিক না, কারণ এভাবে মাছ ধরলে শুধু মাছ নয় অনেক জলের যে সব পোকামাকড় সহ বিভিন্ন পরিবেশ রক্ষাকারী জীব মারা যাচ্ছে। সেই সঙ্গে প্রচুর মাছ এবং মাছের পোনা মারা যাচ্ছে একসাথে। ফলে যারা মৎস্যজীবী তাদের জীবিকায় টান পড়ে। তিনি আরো জানান এইভাবে যদি নদীতে বিষ মিশায় তবে নদীর জল দূষণ হয়। এ ব্যাপারে আমরা সতর্ক করতে গেলেও আমাদের উপরে হুমকি আসে। ভাই আমরা কিছু বলতে পারি না ঐসব দুষ্কৃতিকারীদের, যারা এভাবে নদীতে বিষ মিশিয়ে মাছ শিকার করেন। যাতে করে মূলত মৎস্যজীবীরা সমস্যায় পড়ছেন।
Teesta River: তিস্তা নদীতে ভেসে উঠলো প্রচুর মৃত মাছঅন্যদিকে আরেক এলাকার বাসিন্দা বিমল বেপারী তিনি বলেন যারা এই ধরনের কাজ করেন তারা কিন্তু, নদীর জলে বিষ মিশিয়ে তারা তাদের কাজ করে পালিয়ে যায়। আমরা চাই যারা এই ধরনের কাজ করেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে মৎস্য দপ্তরের সহ আধিকর্তা জলপাইগুড়ি রমেশ চন্দ্র বিশ্বাস জানান এলাকার বাসিন্দা থেকে খবর পেয়ে তিনি তিস্তা নদীর রেল ব্রিজের কাছে এখানে এসেছেন, খবর নিতে তিনি এখানে এসে বলেন আপাতত নদীর জল স্বাভাবিক আছে যারা এই ধরনের নদীর জলে বিষ মিশিয়ে মাছ শিকার করছেন তারা যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটায়, সেই জন্য আমরা আগামী কয়েক দিনের মধ্যেই এই এলাকার মৎস্যজীবী এবং সাধারণ মানুষদের নিয়ে একটা সচেতনতা শিবির করবেন। যত করে এই এলাকার মানুষ সচেতন হয়, এবং আগামী দিনে এই ধরনের কাজের থেকে বিরত থাকেন। এছাড়াও তিনি বলেন, কে বা কারা করছেন তাদের কাছে যদি এই ধরনের অভিযোগ আসে এবং সেই সব ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।