বৃহস্পতিবার , জুলাই 24 2025
Breaking News

Jalpaiguri: বহু প্রতিক্ষিত রাস্তার শুভ উদ্বোধন জলশহরে

রিপোর্ট : দেবব্রত সেন, এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বহু প্রতিক্ষিত রাস্তার শুভ উদ্বোধন জলশহরে মঙ্গলবার জলপাইগুড়ি সারদাপল্লী (Jalpaiguri) এলাকার বহু প্রতিক্ষিত রাস্তার শুভ সূচনা করলেন জলপাইগুড়ি বিধায়ক ডাঃ প্রদীপ কুমার বর্মা। রাস্তাটি জুবিলী পার্ক থেকে ৯ নং স্পার পর্যন্ত।বিধায়ক বলেন বিধায়ক তহবিল ও জেলা পরিষদের অর্থ তহবিল থেকে রাস্তা নির্মাণের অর্থ বরাদ্ধ। জনগনের দীর্ঘদিনের বহু প্রতিক্ষিত দাবি পুরন করে খুশি বোধ করছি। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।