বর্ষার আগমন ঘটেছে। বেশ কয়েকদিন ধরেই (Nadia)নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির খবর শোনা যাচ্ছে। নদিয়া জেলার নাকাশীপাড়া থানার অন্তর্গত কাশিয়াডাঙ্গা গ্রামে রাস্তার অবস্থা বেহাল। ফলে ব্যাপক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা সহ দৈনন্দিন পথচারীরা।
দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা বেড়েই চলেছে
(Nadia) গতকাল রাত নামতেই ধেয়ে আসে মুষলধারে বৃষ্টিপাত। প্রবল ঝড় না হলেও বেশ ভারী বৃষ্টি হয়েছে। গ্রামের মধ্যেই বেশ কয়েকটি রাস্তায় জল জমে রয়েছে। ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার অবস্থাও ভালো নয়, ছোট বড় খাদে ভরপুর। জল জমার ফলে সেই সমস্ত খাদ গুলো বোঝা না যাওয়াই যাত্রীবাহী গাড়ি নিয়ে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে অনেকেই। দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা বেড়েই চলেছে। এখনো পর্যন্ত রাস্তায় হাঁটু জল। নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে।
সুরাহা মেলেনি আশ্বাস ছাড়া স্থানীয় পঞ্চায়েতের
স্থানীয় পঞ্চায়েতের সাধারণ মানুষ রাস্তার সমস্যা নিয়ে বারবার দ্বারস্থ হলেও কোন সুরাহা মেলেনি আশ্বাস ছাড়া। এমনকি এলাকার মধ্যস্থ বা গুরুত্বপূর্ণ রাস্তা গুলো জলে জলময়। অনেকে কটাক্ষ করে বলছে, রাস্তা তো নয় যেন নদী। সাধারণ মানুষের দাবি, এই বিষয়গুলি এলাকার প্রধান বারবার এড়িয়ে যান। দেখেও না দেখার ভান করেন। এমনই অভিযোগ আসছে স্থানীয় প্রধানের বিরুদ্ধে। সাধারণ মানুষের দাবি, নদিয়া জেলার নাকাশিপাড়ার কাশিয়াডাঙ্গা গ্রামের এই সমস্ত রাস্তা গুলির দিকে প্রশাসন নজর দিক। এবং যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের সুব্যবস্থা করুক।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper