উত্তরপাড়ার মাখলা লোহারপোল এলাকায় বেআইনি মদের ঠেকের প্রতিবাদ করায়, আবাসনে গিয়ে মারধর, আক্রান্ত দুইজন,তাদের উত্তরপাড়া হাসপাতলে চিকিৎসা করানো হয়,আটক ২, এলাকায় চাঞ্চল্য | উত্তরপাড়ার বাইশ নম্বর ওয়ার্ড টি এন মুখার্জি রোড লোহার পোল এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি মদের ঠেক চলে।সেই ঠেক থেকে পরিবেশ নষ্ট হয় এমন অভিযোগ এলাকাবাসীর।প্রতিবাদ করলে চড়াও হয়ে মারধোর করা হয়।বিশ্বকর্মা পুজোর দিন এক প্রস্থ গন্ডোগোল হয়। সন্ধ্যায় আবারও একই ঘটনা।মদ্যপদের মাতলামির প্রতিবাদ করায় বুদ্ধদেব রায়চৌধুরীকে মারধোর করা হয়।তার বুকে চোট লাগে।দশ বারো জন দুষ্কৃতি আবাসনে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ।উত্তরপাড়া থানায় জানালে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।বুদ্ধদেব জানান, বেআইনি মদের ঠেক চলে তাই ওখানে একটি মন্দির আছে সেখানে যাওয়া যায়না।আগেও অনেকবার এমন হয়েছে পুলিশ পুরসভাকে জানানো হয়েছে কোনো লাভ হয়নি।স্থানীয় এক বাসিন্দা জানান কিছু বলতে গেলে গুলি করে দেবে বলে হুমকি দেয়।পুলিশ সব জানে কোনো ব্যবস্থা নেয় না।যদিও পুলিশ সূত্রের খবর ওই দুষ্কৃতী এর আগেও ওই এলাকায় বেআইনি মদের থেক চালায়,এর জন্য একাধিক বার পুলিশ গ্রেফতার করে,কিছু দিন বন্ধ থাকে আবার জেল থেকে ফিরে এলাকায় বেআইনি মদের ব্যবসা শুরু করে।ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।যদিও ওই এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ দিন থেকে ওই এলাকায় বেআইনি এই মদের ব্যবসা চলছে প্রশাসন উদাসীন!প্রসঙ্গত এক মাস আগে মাখলায় ২০ নম্বর ওয়ার্ডে বেআইনি মদ বিক্রির প্রতিবাদে কাউন্সিলর থানায় গিয়ে পুলিশকে ডেপুটেশন দেয়।যদিও আজকের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে,মোতায়েন পুলিশ বাহিনী।
Hooghly: মদের ঠেকের প্রতিবাদ করায় আবাসনে ঢুকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
রিপোর্ট : সুমিত পালিত, এই যুগ, উত্তরপাড়া, হুগলী
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper