Breaking News

TIGER: বক্সার জঙ্গলে আনা হবে বাঘ

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

TIGER: বক্সার জঙ্গলে আনা হবে বাঘ বক্সার জঙ্গলে বাঘ আনার পরিকল্পনা (TIGER) চলছে বনদপ্তরের পক্ষ থেকে। ‌বাঘের খাদ্য হিসেবে হরিণের সংখ্যাও বাড়ানো হচ্ছে বক্সার জঙ্গলে । ‌ বক্সার জঙ্গলে ঘাস বন বাড়ানো চলছে প্রতি বছর। জঙ্গলে বাঘএমনটাই জানা গেছে বক্সার বনকর্তার কাছ থেকে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ‌ বক্সার জঙ্গলে হরিণ বাইসন বুনো শুয়োরের সংখ্যা বেড়ে গেলে বাঘ চলে আসতে পারে। বাঘের সঙ্গে জনতার সংঘাত কমাতে সব রকম প্রচেষ্টা করা হচ্ছে এমনটাও জানিয়েছেন বনকর্তা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।