দার্জিলিং এর পদ্মজা ( tiger ) নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে হায়দরাবাদ থেকে আনা হয়েছে দুটি সাদা বাঘ ও দুটি সোনালী শিয়াল। উল্লেখ্য দেশ বিদেশ থেকে যেসব পর্যটক দার্জিলিং ঘুরতে আসেন তাদের কাছে অন্যতম আকর্ষন হলো দার্জিলিং চিড়িয়াখানা বা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখন এই চিড়িয়াখানায় আসা পর্যটকদের কাছে নতুন আকর্ষন হবে নতুন অতিথি সাদা বাঘ ও সোনালি শিয়াল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে নতুন প্রানী গুলিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে, দার্জিলিং এর আবহাওয়া ও পরিবেশের সাথে এরা মানিয়ে নিতে পারলেই দর্শনার্থীদের জন্য এদের সামনে নিয়ে আসা হবে।
Tiger: দার্জিলিং চিড়িয়াখানায় আনা হলো নতুন অতিথি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং