শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Titagarh Gang Rape: টিটাগড় কয়লা ডিপো এলাকায় গণধর্ষণ কাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Titagarh Gang Rape: টিটাগড় কয়লা ডিপো এলাকায় গণধর্ষণ কাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত বুধবার রাতে টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো নিউ লাইন এলাকায় বাড়ির সামনে থেকে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ঝোপে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। পরদিন ৮ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবার চারজনের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিল। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য জানান, বৃহস্পতিবার অভিযোগ পেয়েই ওইদিন সন্ধেয় সোদপুর থেকে বিশাল সাউকে পাকড়াও করা হয়েছে। তারপর দু-তিনটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালানো হয়। শুক্রবার সন্ধেয় জিআরপি-র সহায়তায় আসানসোলে ট্রেন থেকে মহম্মদ মহসীন ওরফে ছোট্টু ও তারিফ আলম ওরফে সনুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তিনি আরও জানান, জিআরপি পুলিশের সহায়তায় শুক্রবার মধ্যরাতে ট্রেনে দিল্লি যাওয়ার পথে জুনেদ আখতারকে আলীগড় স্টেশন থেকে পাকড়াও করা হয়েছে। ওকে ট্রানজিট রিমান্ডে টিটাগড়ে আনা হচ্ছে। প্রসঙ্গত, ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শুক্রবার দফায় দফায় থানা ঘেরাও এবং পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছিল বিজেপি। ওইদিন বিকেলে দুর্যোগ উপেক্ষা করেই নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক রাজ চক্রবর্তী। তারা সাফ জানিয়ে দিয়েছিলেন, দোষীরা ধরা পড়বেই এবং কঠোর শাস্তি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।