কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা (TMC ) করে চলেছে এর প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে রবিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। (TMC ) এই কর্মসূচি অনুসারে আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেসের উদ্যোগে জেলা জুড়ে পালিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি ও রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, দলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ জেলা নেতৃত্ব এদিন কর্মসূচি গুলিতে যোগ দেন। আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সলসলাবাড়ি, কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ও বারোবিশায় কর্মসূচিতে অংশ গ্রহন করে প্রকাশ চিক বরাইক ও মৃদুল গোস্বামী বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে তার বিভিন্ন প্রকল্পের পাওনা টাকা দিচ্ছেনা। একশ দিনের কাজ করে শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেননা কারন কেন্দ্রীয় সরকার একশ দিনের কাজের বকেয়া টাকা আটকে রেখেছেন। পাশাপাশি আবাস যোজনার টাকাও কেন্দ্রীয় সরকার আটকে রেখে রাজ্যের সাধারন মানুষকে সমস্যায় ফেলেছেন। এসবের প্রতিবাদেই তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই অবস্থান কর্মসূচি রাজ্য জুড়ে পালিত হচ্ছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper