জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীণের চেয়ারম্যান ও উদয়নারায়নপুরের তিনবারে বিধায়ক সমীর পাঁজা ফেসবুক পোস্ট ঘিরে রাজনীতি থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দেয়ার পর। রাজনীতির মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি ফেসবুকে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ ৩৮ বছর ধরে রাজনীতি করে আসছেন কিন্তু এখনকার পরিস্থিতিতে তিনি বেমানান। তাই তিনি প্রশ্ন করেন যে রাজনীতিতে তাদের কি কোন রকম গুরুত্ব দেয়া হচ্ছে ? তাই আর কি আমার যাবার সময় হল দাও বিদায় অর্থাৎ অভিমান ঝরে পড়ছে তা ওই বিধায়কের গলায়। তিনি কি রাজনীতির থেকে সন্ন্যাস নিচ্ছেন এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় তিনি জানিয়েছেন যে সমীর পাঁজা দলের অনেক পুরনো কর্মী সিপিএম আমলে উদয়নারায়নপুরের মতন জায়গা বহু তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে। তখন তিনি সাহসের সঙ্গে দল করেছেন এখন দলের সঙ্গে কোন জায়গায় একটা দূরত্ব বেড়েছে দল তার সঙ্গে কথা বলতে পারে ,আমিও তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব।
Samir Panja: উদয়নারায়নপুরের তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper