Breaking News

TMC Jalpaiguri: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করলেন মুহুয়া গোপ

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

TMC Jalpaiguri: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করলেন মুহুয়া গোপরবিবার (TMC)অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের প্রস্তুতিতে ক্রান্তির চেকেন্দা ভান্ডারি মাঠের পরিদর্শন করলেন জেলা তৃনমূল সভাপতি মুহুয়াগোপ।(TMC) উল্লেখ তৃণমূলের সাধারণ সম্পাদক আগামী ২৫ শে এপ্রিল থেকে নবজোয়ারে জনসংযোগ যাত্রার ঘোষণা করেছে। এতে বেশকয়েকটি বড় বড় সভা থাকবে। জলপাইগুড়িতে মোট দুটি জনসভা রয়েছে অভিসেকের। ক্রান্তি ব্লকে ২৮ শে এপ্রিল ও জলপাইগুড়ি তে ২৯ শে এপ্রিল। উল্লেখ গতকাল জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বড়োবাড়ির মাঠ পরিদর্শন করে এস এসসিওবিসি সেলের নেতা কৃষ্ণ দাস ও প্রশাসনিক কর্তারা।রবিবার ক্রান্তিতে মুহুয়া গোপ ও প্রশাসনিক কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেন ও সমস্ত দিকগুলি ক্ষতিয়ে দেখেন । উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক, ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায়, ও ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়সহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।