ট্রেন চালকের তৎপরতায় (Elephant) রক্ষা পেল বুনো হাতি । আলিপুরদুয়ার রেল ভিভিশন সুত্রে এই খবর জানা গেছে শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। রেল দপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের আধিকারিকরা জানান এদিন আপ শিলিগুড়ি ধুবড়ী ইণ্টারসিটি ট্রেনের সামনে চালসা থেকে নাগরাকাটা এলাকায় ট্রেন লাইনে বুনো হাতি চলে আসে সকাল সাতটা ছয় মিনিট নাগাদ ।তখন লোকো পাইলট অরুনাভ মিত্র ও সহ লোকো পাইলট রাকেশ কুমার ট্রেন দাঁড় করিয়ে দেন এতে রক্ষা পায় বুনো হাতি। পরবর্তী সময়ে হাতি টি স্থান পরিবর্তন করলে লোকো পাইলট ট্রেন ছাড়েন।
Elephant: ট্রেন চালকের তৎপরতায় বেঁচে গেল হাতি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper