Breaking News

Tridha Choudhury: সুইমিংপুলে আশ্রমের ‘ববিতা বৌদি-র বিকিনি লুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল

টলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনয় করে সমগ্র ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন ত্রিধা চৌধুরী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য” থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। তারপর তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করে। ববি দেয়ালের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্য যে মুহূর্তে লক্ষ লক্ষ নেটিজেনদের রাতের ঘুম উড়িয়েছে সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।বাঙালি এই অভিনেত্রী ত্রিধা চৌধুরী বরাবর তার সাহসী দৃশ্য ও ছবির জন্য সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠেন। মাঝেমাঝেই অন্তরঙ্গ মুহূর্তের সিনে নিজেকে যেমন সঁপে দেন, তেমন কখনো আবার সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো পোশাক পরে বা সাহসী পোজে ছবি তুলে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। আসলে পরিচালক প্রকাশ ঝা এর আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ত্রিধার জনপ্রিয়তা যে উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অভিনেত্রী সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে তিনি এক হাতে ফোন আর অন্য হাতে ওয়াইনের গ্লাস ধরে রয়েছেন। অভিনেত্রীকে ফোন থেকে মিরর সেলফি তুলতে দেখা যায়। ত্রিধাকে তার চেহারা সম্পূর্ণ করতে হালকা মেকআপ দিয়ে চুল বাঁধতে দেখা গেছে। এই ছবি পোস্ট করতেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন ফ্যানেরা। ছবিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।