ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। রাজ্যের মহান এই উৎসবে অসহায় মানুষজনের মুখে হাসি ফোটাতে অগ্রণী ভূমিকা নিল ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার সন্ধেয় উক্ত কমিটির পক্ষ থেকে ১২০০ জন দুঃস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। বড় আকারের এই সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্যক্তা স্থানীয় কাউন্সিলর জ্যোতি পান্ডে ও তাঁর স্বামী বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে। প্রিয়াঙ্গু পান্ডে বলেন, মায়ের কাছে প্রার্থনা সকলেই সুখে থাকুক। সকলেই যাতে মহানন্দে পুজো কাটাতে পারে। সেদিকে নজর রেখেই সপ্তমীর দিন পর্যন্ত তারা নতুন বস্ত্র প্ৰদানের কাজ চালিয়ে যাবেন। এদিনের সেবামূলক কর্মকান্ডে উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক সুরেশ মাহাতো, প্রাক্তন শিক্ষক বাকেলাল যাদব, বিশিষ্ট সমাজসেবী শীতল বর্মা ও তৃণমূল নেত্রী সর্বরী চৌধুরী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Bhatpara: ১২০০ জনকে নতুন বস্ত্র উপহার দিল ভাটপাড়ার নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর