বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Bhatpara: কলকাতায় নিয়ে গিয়ে শপিং মল থেকে নতুন বস্ত্র কিনে দিলেন তৃণমূল কাউন্সিলর অমিত গুপ্তা

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Bhatpara: কলকাতায় নিয়ে গিয়ে শপিং মল থেকে নতুন বস্ত্র কিনে দিলেন তৃণমূল কাউন্সিলর অমিত গুপ্তাশিল্পাঞ্চলের জুটমিলগুলোর অবস্থা ভালো নয়। বছরের অধিকাংশ সময় নানান কারনে বন্ধ থাকে জুটমিল। স্বভাস্বতঃই শ্রমিক পরিবারগুলোর অবস্থা অত্যন্ত কাহিল। দুর্গা পুজোয় শ্রমিক মহল্লার কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যগ নিলেন ভাটপাড়া পুরসভার জল দপ্তরের সিআইসি তথা ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত গুপ্তা। শনিবার তিনি ভাটপাড়া অঞ্চলের শ্রমিক পরিবারের শতাধিক বাচ্চাকে বাস করে কলকাতায় নিয়ে গিয়েছিলেন। সেখানে একটি শপিং মলে ওদের নিজেদের পছন্দ অনুযায়ী বস্ত্র কিনে দিলেন অমিত বাবু। কেনাকাটা শেষে হোটেলে কচিকাঁচাদের লাঞ্চও করানো হয়। এদিক-ওদিক একটু ঘুরিয়ে ফের তিনি কচিকাঁচাদের বাড়িতে পৌঁছে দিলেন। অমিত বললেন, শ্রমিক মহল্লার আর্থিক অবস্থা ভালো নয়। তাই শ্রমিক পরিবারের বাচ্চাদের আনন্দ দিতে কলকাতায় নিয়ে গিয়ে ওদের পছন্দের পুজোর পোশাক কিনে দিলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।