শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

jibon krishna saha Recruitment Scam: সিবিআই এর হাতে গ্রেপ্তার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

রিপোর্ট : মনিপুষ্পক খাঁ, এই যুগ, নিউজ ডেস্ক

নিয়োগ দুর্নীতি কান্ডে আরো অস্বস্তিতে তৃণমূল ‌(jibon krishna saha)। শেষ রক্ষা হলো না মুর্শিদাবাদের বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা র ।(jibon krishna saha) গত তিন দিন ধরে একটানা লাগাতার সিবিআই তল্লাশির পর আজ সকালেই বিধায়ককে এরেস্ট করে সিবিআই । কনভয় রওনা দেয় কলকাতার পথে  ।jibon krishna saha Recruitment Scam: সিবিআই এর হাতে গ্রেপ্তার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

আজকেই আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে তাকে তোলা হবে সুত্র মারফত এই জানা যাচ্ছে ।অন্যদিকে ৬৫ ঘন্টা ধরে পুকুরে চলছে বিধায়কের ফেলে দেওয়া দুটি ফোনের তল্লাশি যার একটি ইতিমধ্যেই হাতে এসেছে সিবিআই এর । অন্যটির খোঁজে এখনো চলছে তল্লাশি। সিবিআই র একটি সূত্র জানা যাচ্ছে বিধায়ক জীবনকৃষ্ণ র ফোনে দুর্নীতির ব্যাপক তথ্য থাকতে পারে। ইতিমধ্যে আজ সকালে বিধায়ক কে গ্রেফতারের সময় সুত্র মারফত খবর আসছে সিবিআই এর হাতে এরকম তথ্যও চলে এসেছে যাতে বিধায়কের দুর্নীতির পরিমাণ 500 কোটি টাকার বেশি ।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।