তৃণমূল ডুবছে বলেই সৌরভকে ধরে বাঁচার চেষ্টা চলছে। নৈহাটিতে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে এভাবেই শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতার কথায়, বামফ্রন্টের লোকেরা সৌরভকে স্কুল করার জন্য জমি দিয়েছিল। কিন্তু ওকে জমি দেওয়া যাবে না বলে সব্যসাচী দত্ত-সহ তৃণমূল নেতারা ধর্ণায় বসেছিলেন। তৃণমূল এখন গাড্ডায় পড়েছে। তাই সৌরভের কথা মনে পড়েছে। সিঙ্গুর থেকে টাটাদের বিদায় প্রসঙ্গে এদিন তিনি বললেন, ক্যাডবেরি, বিরিয়ানি খেয়ে দিদিমণি অনশনে বসেছিলেন। এমনকি টাটারা বাংলা ছেড়ে চলে যেতেই ওনারা উৎসব করেছিলেন। এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, সহ-সভাপতি রূপক মিত্র-সহ অন্যান্য কার্যকর্তারা।
Dilip Ghosh: তৃণমূল ডুবছে বলেই সৌরভকে ধরে বাঁচার চেষ্টা চলছে , কটাক্ষ দিলীপ ঘোষের
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর