বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

MALDA: উদ্ধার দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: উদ্ধার দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুইমালদহ জেলা পুলিশের (MALDA) বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভগবানপুর এলাহিতোলায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে।(MALDA) তারা একটি মোটরসাইকেল করে যাচ্ছিলো, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নম্বর WB 66 Y 5426। তাদের আটক করে তল্লাশী চালিয়ে মোটরসাইকেল এর ডিকি থেকে উদ্ধার হয় দুশো পঁচাত্তর গ্রাম ব্রাউন সুগার। ব্রাউন সুগার ও মোটর সাইকেল বাজেয়াপ্ত করে আটক দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দিবাকর মন্ডল ও রাজেশ মন্ডল, দুজনেই থানা এলাকার সুকদেবপুরের বাসিন্দা। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে পাঠিয়েছে। উদ্ধার করা ব্রাউন সুগার এর আনুমানিক বাজার মূল্য সাতাশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।