আসন্ন অষ্টাদশ (Uluberia) লোকসভা নির্বাচন উপলক্ষে আমতার দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া-চিৎনান ও ভাটোরায় নির্বাচনী প্রচার সারলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ। এই নির্বাচনী প্রচারে তাঁর সঙ্গে ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পাল, আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম প্রমুখ। তাঁরা দীপাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার চালান। দীপাঞ্চলের অগণিত মানুষ তাঁদেরকে ফুল ও মালায় উষ্ণ অভ্যর্থনা জানান।
Sajda Ahmed Uluberia: আমতার দীপাঞ্চলে সাজদার প্রচারে বিধায়ক সুকান্ত পাল
রিপোর্ট : সন্দীপ মজুমদার, এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper