সাতসকালে দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু । রণক্ষেত্র হয়ে উঠল উলুবেড়িয়ার জোড়া কলতলা।গাড়িতে আগুন ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ।স্থানীয়দের দাবি বাগনানে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার জন্য জোড়াকলতলাতে জাতীয় সড়কের পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন মা অপর্ণা পাড়াল (৪০) ও মেয়ে টুসু পাড়াল (১০)।সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি অ্যাম্বুলেন্স দুজনকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ,এরপরই অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অ্যাম্বুলেন্সের চালক পলাতক। দুর্ঘটনার পর মৃতদেহ আটকে জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
Uluberia: উলুবেড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু মা ও মেয়ের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper