ঈদের দিনে (Fire) হাওড়া উলুবেড়িয়ার নিমদিঘিতে ভয়াবহ আগুন ।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন বলে মনে করা হচ্ছে । প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে জমা করে রাখা হোগলায় পাতায় আগুন লাগে ,সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায় সেই আগুনে বেশ কয়েকটি বাড়ি ধরে যায়। পাশেই চলছিল একটি মেলা সেই মেলাতেও আগুন লেগে যায়। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল একের পর এক মেলার দোকান ধরে যায়।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে । পরে আরো দুটি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে । ঘটনাস্থলে পুলিশ ।
Fire Uluberia: উলুবেড়িয়ার নিমদিঘিতে ভয়াবহ আগুন
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া