ফ্যাশন কুইন উরফি জাভেদ পা দিলেন ২৫ বছরে । ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করেই জন্মদিন সেলিব্রেশন করেছেন অভিনেত্রী। জন্মদিনের আগের দিন সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে বার্থডে সেলিব্রেট করেন উরফি, সেই ছবি ও ভিডিও নেটদুনিয়ায় হয়েছে ভাইরাল। বলিউডের রাতের ঘুম কেড়ে নিয়েছেন উরফি জাভেদ। এত অল্প সময়ের মধ্যে যে এভাবে ভাইরাল হওয়া যায় তা মনে হয় উরফির চেয়ে ও ভাল আর কেউ জানে না। অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন হামেশাই চর্চায় থাকে। জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করেও নেটিজেনদের নজরে থাকেন উরফি। তার খুল্লামখুল্লা শরীর দেখার জন্যই মুখিয়ে থাকেন অনুরাগীরা। তার ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। মাত্র কিছুদিনের মধ্যেই কত টাকার মালিক উরফি জাভেদ, তা জানলে চমকে যাবেন আপনারা।বেহায়াপনা, শরীর দেখিয়ে রাতারাতি দর বেড়ে গেছে উরফির। পাপারাৎজিরাও যেন মুখিয়ে থাকেন তাকে ঘিরে। তবে জানেন কি, এক একটা এপিসোড পিছু কত টাকা পারিশ্রমিক হাঁকান উঠতি তারকা। ‘বেপনহা’, ‘জিজি মা’-সিরিয়ালে অভিনয় করা উরফি নাকি এপিসোড পিছু ২৫ থেকে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক নেন। যা একজন উঠতি তারকা হিসেবে অনেকটাই বেশি। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে ৪০ থেক ৫৫ লক্ষ টাকার সম্পত্তির মালিক উরফি জাভেদ। পুরোটাই তার নিজস্ব আয়। বর্তমানে সিনে দুনিয়া থেকে প্রচুর কাজের অফার পাচ্ছেন উরফি। তবে এখনই সিনেমাতে অভিনয়ের জন্য রাজি নন তিনি। ভালো চিত্রনাট্য পেলে তবে অভিনয় করবেন। এর আগে নীল ছবিতে অভিনয়ের অফার পেয়েছিলেন উরফি । সে নিয়ে বিতর্ক কম হয়নি Iপ্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের I
Tags Urfi Javed
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper