নেটদুনিয়ার অ্যাটেনশন কেড়ে নিতে উরফি জাভেদের নতুন ধামাকা।দিওয়ালির শুভেচ্ছা যে এমন বিনা পোশাকে জানাবেন, তা কেউই ভাবতে পারেননি। বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর এমন হট ভাইরাল ভিডিও নেটদুনিয়ার হটকেক। ভিডিওতে দেখা গেছে, লাল রঙের কাউচের উপর বসে আছেন উরফি জাভেদ। শরীরের উপরে পোশাকের লেশমাত্র নেই। নীচে একটি ঘাগড়া পরেছেন। এক হাত দিয়ে চেপে ঢেকে রেখেছেন সুডৌল স্তনযুগল। আর অন্য হাতে ধরে রয়েছেন বড সাইজের লাড্ডু।টেবিলের উপর সাজানো রয়েছে প্রদীপ। এই ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক।উরফির এই ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে নেওয়া বড় সাইজের লাড্ডুতে কামড় বসাচ্ছেন উরফি। ভিডিওর ক্যাপশনে লেখা, দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছেন। নগ্ন শরীর দেখতে হামলে পড়েছেন ভক্তরা। উরফির এই হট ভিডিওতে পাগল হয়েছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্টে পাল্টা দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তবে শরীরে পোশাক না রেখে নগ্ন শরীরে দিওয়ালির শুভেচ্ছা জানাতেই চরম ট্রোলড হয়েছেন উরফি জাভেদ। অভিনেত্রীর সাহসী ছবি নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। বিগ বস ওটিটি খ্যাত তারকার অদ্ভুত ফ্যাশন হামেশাই চর্চায় থাকে । জামা কাপড় নিয়ে এত কাটাছেড়া কেউ করে কিনা তা নিয়েই যথেষ্ঠ সন্দেহ রয়েছে। জামাকাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে ভক্তদের চমকে দেন উরফি। এমনকী কোনও পোশাকে তাকে দ্বিতীয়বার পরতেও দেখা যায়নি।তবে সাহসীকতার সমস্ত সীমা লঙ্ঘন করে দিয়েছেন এই মডেল I কেড়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন।
Tags Urfi Javed
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper