বৈশাখের কাঠফাটা গরমে উষ্ণতার পারদ চড়িয়ে সকলের ঘাম ঝরালেন উরফি জাভেদ।জামা-কাপড়ে ছুরি-কাঁচি চালাতে সিদ্ধহস্ত উরফি, ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক।এটাই উরফির জাদু Iসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি হট ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ। যেখানে উরফিকে সবুজ রঙের মনোকিনিতে দেখা গেছে। মনোকিনির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে নিতম্বের একাংশ। বুকের ফাঁক দিয়ে উঁকি মারছে ট্যাটু। পায়ে ম্যাচিং করা স্টিলেটো পরে হট পোজে ঘায়েল করেছেন তার ভক্তদের। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।