সর্বদাই হটকে ফ্যাশন ট্রেন্ডে নাম রয়েছে উরফির। তাকে নিয়ে যেন চর্চার শেষ নেই। উরফি যা কিছু করে সেটাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।জামাকাপড় শরীরে যতটা কম রাখা যায় ততটাই যেন ভাল মনে হয় উরফি জাভেদের।বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। আর তারপরই শুরু হয়ে যায় বিতর্ক। তার এই কর্মকান্ড যে এত সহজে থামবার নয়, তা এতদিনে সকলেই বুঝে গেছেন । ভক্তদের নজর কাড়তে এবং লাইমলাইটে থাকতে তিনি সবকিছু করতে রাজি। কারণ তাতেই সহজে মিডিয়ার নজর পাওয়ার সুযোগে ঘটে I এবার উন্মুক্ত সারা শরীর দেখিয়েই সবার রাতের ঘুম কেড়ে নিলেন উরফি জাভেদ। নীল রঙের রঙিন ঝিনুকে ঢাকা সুডৌল স্তন, ফিনফিনে ওড়না জড়ানো নিম্নাঙ্গে, যার ভিতরে রয়েছে ন্যুড রঙের অন্তর্বাস। অর্ধনগ্ন শরীরে যৌবন যেন উপচে পড়ছে উরফির। উরফির এই অর্ধনগ্ন ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ার হট সেনসেশনের এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। নানা মন্তব্য ভেসে এসেছে I সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাতে যে এই মডেলের কোনো হেলদোল নেই সেটা তার কাজেই স্পষ্ট I কারণ তিনি যে উরফি জাভেদ ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper