ফের আবার খবরের শিরোনামে উওরফি জাভেদ I এই বিতর্কিত মডেল তাঁর নতুনত্ব ও দুঃসাহসী ফ্যাশন সেন্স-এর জন্য সব সময়েই লাইমলাইটে থাকেন।সম্প্রতি তিনি তাঁর নাম পরিবর্তন করে ‘উওরফি’ রেখেছেন কিন্তু নাম বদলালেও তাঁর ফ্যাশন নিয়ে পরীক্ষা করা কখনোও বন্ধ হয়না। এবার আরও একটি নতুনত্ব ও দুঃসাহসী পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিলেন উরফি। তিনি প্রায়ই তাঁর অনন্য পোশাকের অনুভূতি দিয়ে আমাদের মুগ্ধ করেছেন। ২৩ জুন ইনস্টাগ্রামে পোস্ট করা একটি নতুন ভিডিওতে, তাকে শুধুমাত্র একগুচ্ছ তারের তৈরী পোশাক পরতে দেখা যাচ্ছে।একটি নতুন ভিডিও তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন যেখানে তাঁকে নীল রঙের একগুচ্ছ তারে নিজেকে ঢেকে রাখতে দেখা যাচ্ছে । নীল রঙের তার দিয়ে তৈরি টপ ও মিনি স্কার্ট পড়েছেন তিনি, অনাবৃত রয়েছে পেট ও উরু! চুলে খোঁপা করেছেন এবং মেকআপ পোশাকের সঙ্গে যথার্থ। বিগ বস ওটিটি খ্যাত অভিনেত্রী এক জোড়া স্যান্ডেল দিয়ে তাঁর এই লুক কে আরো আকর্ষক করেছে। উওরফি তাঁর পোস্টের ক্যাপশন দিয়েছে, ‘হ্যাঁ এটি তার! এছাড়াও তারের কোনো অংশ কাটাও ছিলোনা! আমার মনে হয় এটি দেখতে আস্ত আগুনের গোলা! ‘আমার মনে হয় আমি বিভিন্ন রঙেরও চেষ্টা করব! আমার কাছে ফ্যাশন হল পরীক্ষা করা, কিছু তৈরি করা।”বিগ বস’ ওটিটি তে জনপ্রিয়তার পরে, উওরফি বেশ কয়েকটি টিভি শোতে অভিনয় করেছেন। তিনি ‘বাদে ভাইয়া কি দুলহানিয়া’ ছবিতে অবনী চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তাকে ‘মেরি দুর্গা’-তে আরতি, ‘বেপান্নাহ’-তে বেলা এবং ‘পঞ্চ বিট সিজন’ ২-এ মীরা হিসেবেও দেখা গিয়েছিল যা এএলটি বালাজির ওয়েব প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছিল। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, উওরফি স্টার প্লাসের ‘চন্দ্র নন্দিনী’-তে ছায়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১৮ সালে, অভিনেত্রী সাব টিভির ‘সাত ফেরো কি হেরা ফেরি’-তে কামিনী জোশীর চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২০ সালে, উওরফি জাভেদ ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ শিবানী ভাটিয়ার চরিত্রে যোগ দিয়েছিলেন এবং পরে ‘কসৌটি জিন্দগি কে’-তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেছিলেন।অভিনেত্রীর এই নতুন পোশাক ধামাকা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে I তার ভিডিওর পোস্টের নিচে নেটিজেনদের নানা ধরনের কমেন্টস এ ভোরে গিয়েছে Iউরফি ফের আবার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper