বিনোদন দুনিয়ায় উরফি জাভেদ এখন এক পরিচিত নাম। তাঁর অদ্ভূত সব পোশাক নজর কাড়ে সকলের।আরো একবার চমকে দেওয়া পোশাকে ক্যামেরার সামনে এলেন উরফি। হাওয়াই মিঠাই খেতে কে না পছন্দ করে। হওয়াই মিঠাই বা কটন ক্যানডি দিয়ে এবার শরীর ঢাকলেন উরফি।পোশাকের বদলে খাবার নিজের গায়ে মেখে নজর কাড়লেন উরফি। রং বেরঙের হাওয়াই মিঠাই বা কটন ক্যানডি দেখা গেল তাঁর সুন্দর অঙ্গে। শরীরে মাখানো হাওয়াই মিঠাই নিয়ে খেতেও দেখা গেল তাঁকে। তাঁর এই সমস্ত নজরকাড়া পোশাকের জন্যই তিনি এখন বেশ জনপ্রিয়। আবারও তেমনই এক পোশাকে ঝড় তুললেন উরফি। গলা থেকে ঝুলছে একাধিক চেন, আর সেই চেনে ঢাকা শরীরের ওপর অংশ, ব্যাকলেস পোশাকে আবারও নেট দুনিয়া মাত করলেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ভিডিও শেয়ার করেছেন তিনি I প্রসঙ্গত, ‘বিগ বস’ তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে ।তার এই কান্ড নেট দুনিয়ার আলোচনার বিষয় হয়ে উঠেছে I