উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই নেটিজেনদের কাছে উরফি কটাক্ষের শিকার হন । তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি I
সম্প্রতি নেটদুনিয়ায় উরফির বেশ কয়েকটি বোল্ড লুকের ছবি পুনরায় ভাইরাল হয়েছে । এই ছবিগুলি বেশ অনেকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই শেয়ার করেছিলেন অভিনেত্রী । ছবিতে অভিনেত্রী মডেল কে ব্রালেস লুকেই দেখা গিয়েছে। অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা ফুলহাতা ক্রপ শার্ট, যেটি তার শরীরে একটি সরু ফিনফিনে দড়ি দিয়েই টিকে ছিল । পাশাপাশি পরেছিলেন একটি হালকা গোলাপি রঙের একটি হাই থাই স্লিটেড স্কার্ট, যার অধিকাংশ অংশই ছিল উন্মুক্ত। এই পোশাকে হালকা মেকাপে চুলে বেণী বেঁধেছিলেন তিনি। পায়ে চিল সাদা মানানসই হাই হিলও। অভিনেত্রী গতবছর ডিসেম্বর মাসে এই লুকে ধরা দিয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনে। সম্প্রতি পুনরায় অভিনেত্রী নিজের এই লুকের সূত্র ধরেই আবার নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় ফিরেছেন। এই অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে মিডিয়ার নজরে টিকে থাকতে হয় Iমিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কোনো সমস্যা নেই Iতিনি নিজেই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।নেটিজেনদের নজর সবসময়ই তার ওপরে থাকে I বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম উরফি জাভেদ সে বিষয়ে কারোর সন্দেহ নেই I
Tags Urfi Javed
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper