তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে মিডিয়াতে চর্চায় থাকেনই । খবরে থাকার জন্য তিনি যে সবকিছু করতে পারেন, তা এতদিনে সকলের কাছেই স্পষ্ট । সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। পাপারাজিৎদের ক্যামেরার সামনে প্রায়ই অভিনেত্রী একাধিক বার অস্বস্তির মুখে পড়েছেন সেটা অবশ্যই আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। বেশিরভাগ সময় শাড়ি লুকেই ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়েন উরফি।
তবে এই ধরনের পরিস্থিতি খুব দক্ষতার সাথেই সামলে থাকেন তিনি । আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় তার সেই সমস্ত অস্বস্তির মুহূর্তের একাধিক ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। আর সেই সমস্ত ছবি পুনরায় প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার আলোয় উরফি।বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন । এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের মাঝে যোগাযোগ তৈরি করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয় আর সেই সুযোগ পেলেই তিনি তার আচরণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ওঠেন I এখানেই উরফি জাভেদ বাজিমাত করেছেন।
Tags Urfi Javed
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper